ইচ্ছে হলেই হতাম যদি যা হতে চায় মন
রোজ দুপুরে হতাম আমি পানকৌড়ির বোন।
কিংবা যদি ড্রয়িং খাতার নীল রং টা মাখি,
কেমন সহজে হয়ে যাবো ওই মাছরাঙা রং পাখি।
কিংবা ধরো হতাম যদি মেঘের দেশের রানী
হোম ওয়ার্ক এর অঙ্ক খাতা ভিজিয়ে দিতেও জানি।
ইচ্ছে হলেই হতে পারি কাঁসাই নদীর চর,
হতেও পারি দুয়োরানীর ছোট্ট কুঁড়ে ঘর।
হতাম যদি চাঁদের দেশের চরকা কাটা বুড়ি,
অথবা হয়ে রাজপুত্র পক্ষিরাজে উড়ি।
কখনো আবার মন হতে চায় প্রজাপতির ছানা,
যখন খুশি উড়ে যেতে নেই তো কোনো মানা।
ঠাম্মি যখন রাতের বেলা ভূতের গল্প বলে
ইচ্ছে করে নাম দিয়ে দিই আমিও ওদের দলে।
গুপী বাঘার মতন পেলে ভুতের রাজার বর
যেতে পারি ফেলুদা বা বঙ্কুবাবুর ঘর।
মা বলেছে বই পড়লে সবই জানা যায়।
কোন বইতে লেখা থাকে এসব হওয়ার উপায়?
বাবা মায়ের স্বপ্ন আছে আমায় নিয়ে কত,
আমার মনের ইচ্ছেগুলো নয়তো তাদের মত!